Knowledge

What is প্রফেশনাল কমিউনিকেশন ?

প্রফেশনাল কমিউনিকেশন মানেই শুধুমাত্র ভালো ইংরেজি বলতে পারা বা প্রমিত বাংলা জানা নয়। বরং:

  • আপনি কী করলেন, সেটা পরিষ্কারভাবে বলতে পারা,

  • কী কারণে করলেন, সেটা বোঝানো,

  • পরের স্টেপ কি, কোনো বাঁধা থাকলে সেটা যুক্তিসঙ্গতভাবে তুলে ধরা, ইত্যাদি।

এছাড়াও আরো অনেক অনেক বিষয় আছে যেগুলো এই ছোট্ট লেখায় আনা সম্ভব না।

একটি উদাহরণ: "Bug Fixed" লেখা নোটিফিকেশনে আপনার টিমমেট কী বুঝবে? কোন বাগ? কবে ধরা পড়েছিল? কতটা সিভিয়ার? এটা জানতে তাঁকে হয়ত গিটহাব ঘাটতে হবে, মেসেজ চালাচালি করতে হবে। কিন্তু যদি লিখেন: "Bug fixed: login cookie issue resolved. Added fallback logic and test case." তাহলে যে কেউ নোটিফিকেশন থেকেই গুরুত্ব বিবেচনা করে, তার সময়মত আপনার সাথে যোগাযোগ করবে বা PR রিভিউ করবে।

Last updated