Knowledge
What is প্রফেশনাল কমিউনিকেশন ?
প্রফেশনাল কমিউনিকেশন মানেই শুধুমাত্র ভালো ইংরেজি বলতে পারা বা প্রমিত বাংলা জানা নয়। বরং:
আপনি কী করলেন, সেটা পরিষ্কারভাবে বলতে পারা,
কী কারণে করলেন, সেটা বোঝানো,
পরের স্টেপ কি, কোনো বাঁধা থাকলে সেটা যুক্তিসঙ্গতভাবে তুলে ধরা, ইত্যাদি।
এছাড়াও আরো অনেক অনেক বিষয় আছে যেগুলো এই ছোট্ট লেখায় আনা সম্ভব না।
একটি উদাহরণ: "Bug Fixed" লেখা নোটিফিকেশনে আপনার টিমমেট কী বুঝবে? কোন বাগ? কবে ধরা পড়েছিল? কতটা সিভিয়ার? এটা জানতে তাঁকে হয়ত গিটহাব ঘাটতে হবে, মেসেজ চালাচালি করতে হবে। কিন্তু যদি লিখেন: "Bug fixed: login cookie issue resolved. Added fallback logic and test case." তাহলে যে কেউ নোটিফিকেশন থেকেই গুরুত্ব বিবেচনা করে, তার সময়মত আপনার সাথে যোগাযোগ করবে বা PR রিভিউ করবে।
Last updated